আশা দেখিয়ে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। এই ম্যাচ দিয়েই অভিষেক হলো, ঘরোয়া ক্রিকেটে দোর্দন্ড দাপটে প্রতিপক্ষের মূর্তমান ত্রাস হয়ে উঠা তরুণ অফ স্পিনার শেখ মেহেদি হাসানের। তিনি বাংলাদেশের ১৩৫তম ওয়ানডে ক্রিকেটার।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভারে ৩ উইকেটে ৪২ রান। উইকেটে আছেন,মুশফিকুর রহিম (৬) এবং মোহাম্মদ মিঠুন (০)।
রানের খাতা খুলেছিলেন ট্রেন্ট বোল্টের প্রথম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে। এরপর খেলছিলেন ধীরে সুস্থেই। তবে খুব বেশি সময় উইকেটে টিকতে পারলেন না টাইগার অধিনায়ক। বোল্টের তৃতীয় ওভারের প্রথম বলেই এলবি হয়ে ১৫ বলে ১৩ রান করে ফিরলেন তামিম। আর টাইগাররা দলীয় ১৯ রানে হারাল প্রথম উইকেট।
তামিমের ফেরার পর টপ অর্ডারে ব্যাট করে এসে সৌম্য সরকার উইকেটে টিকলেন মাত্র তিন বল। বোল্টের করা বলে তুলে দিলেন ক্যাচ। ডেভন কনওয়ের দুর্দান্ত এক ক্যাচে ফেরালেন সৌম্যকে।
তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ধীর গতিতে রান তুলতে থাকলেও আশা দেখাচ্ছিলেন লিটন দাস। ধীরে ধীরে উইকেটে থিতুও হয়েছিলেন তিনি। তবে ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৪২ রানের মাথায় জেমস নিশামের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরতে হয় লিটনকে। আউট হওয়ার আগে ৩৬ বলে একটি চারে ১৯ রান করেন লিটন।
নিউজিল্যান্ড দলে আগে থেকেই নেই কেন উইলিয়ামসন ও রস টেলর। অভিজ্ঞ এ দুই ক্রিকেটারকে ছাড়া ২০১৪ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড।
তিন অভিষিক্ত ড্র্যায়েল মিচেল, ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে নিয়ে মাঠে নামছে টম লাথামের দল। প্রায় এক বছর পর ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।
এদিন কিউই অধিনায়ক টম লাথাম নিজের ১০০তম ওয়ানডে ম্যাচে খেলতে নেমেছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধি, উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্র্যায়েল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।
সারাবাংলা/এসএস
Source link