সারাদেশ
ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
ফরিদপুর: জেলার মধুখালী উপজেলার মাজকান্দি এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। রোববার (২১ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার পারিসা ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে ট্রাকটি মহাসড়কে ওঠার সময় ফরিদপুরগামী মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালেনেওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের পরিচয় জানা যায়নি।
বিজ্ঞাপন
সারাবাংলা/এএম
Source link