রাজধানী
মারা গেলেন জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান

সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: দৈনিক জনকণ্ঠের সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ মারা গেছেন। সোমবার (২২ মার্চ) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ডিউটি ম্যানেজার সারাবাংলাকে জানান, ভোর পাঁচটার দিকে আতিক উল্লাহ খানকে হাসপাতালে নেওয়া হয়। এরও আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।
গ্লোব জনকণ্ঠের এক্সিকিউটিভ ডাইরেক্টর তোফায়েল আহমেদ বলেন, সাড়ে পাঁচটার দিকে উনি মারা গেছেন। শ্বাসকষ্ট দেখা দিয়েছিল উনার।
বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/এএম
Source link