বিনোদন
ব্লকবাস্টারে ‘গডজিলা ভার্সেস কং’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
অ্যাডাম উইংগার্ড পরিচালিত আলোচিত সায়েন্স ফিকশন অ্যাকশন ছবি ‘গডজিলা ভার্সেস কং’। ছবিটি আগামী শুক্রবার (২৬ মার্চ) থেকে বিশ্বের অন্যান্য দেশের মত একসময়ে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পাচ্ছে।
বিজ্ঞাপন
টেরি রসিও ও মাইকেল ডগের্টির এর গল্প অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আলেকজান্ডার স্কারসগার্ড ও রেবেকা হাল।
ছবির গল্পে দেখা যাবে, মানব সভ্যতার ভারসাম্য রক্ষার জন্য দুটি শক্তিশালী শক্তি গডজিলা ও কং নিজেদের মধ্যে শক্তির লড়াইয়ে নামে। তাদের মধ্যকার সংঘর্ষের মধ্য দিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়।
বিজ্ঞাপন
এটি গডজিলা ফ্রাঞ্চাইজির তৃতীয় এবং কিং কং ফ্রাঞ্চাইজির দ্বাদশ ছবি। ২০১৫ সালে ছবিটি নির্মাণের ঘোষণা আসে। প্রযোজনা করেছে লিজেন্ডারি পিকচার্স। পরিবেশনায় রয়েছে ওয়ারনার্স ব্রাদার্স।
সারাবাংলা/এজেডএস
Source link